অপেক্ষায় ছিলেন সবাই, কিন্তু এবারও হতাশা উপহার
- আপডেট সময় : ১২:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
২০১৩ সালের পর থেকেই দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে বা ভারত-পাকিস্তানের মধ্যে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর সম্প্রতি গিয়েছিলেন ইসলামাবাদে। ভাবা হচ্ছিল ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ তো বটেই, দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক উন্নয়নেরও কথা হবে।
কিন্তু সূত্র জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সম্পর্ক বা দ্বিপাক্ষিক সিরিজ সংক্রান্ত কোনো ধরনের আলোচনাই করা হয়নি জয়শংকরের সফরে।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের ২৩তম মিটিং উপলক্ষ্যে ৯ বছর পর ইসলামাবাদে পা রেখেছেন ভারতের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান পা রেখেই দেশটিকে খোঁচা মেরে জয়শংকর বলেছেন জঙ্গি কার্যকলাপ আর বাণিজ্য একসঙ্গে হতে পারে না, ‘যদি সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতেই থাকে, তবে বাণিজ্য, শক্তির আদান-প্রদান, মানুষে মানুষে সম্পর্ক হতে পারে না।’
এমন কথার পর ক্রিকেট সম্পর্ক উন্নয়নে তাঁর বাড়তি চেষ্টার কথা এমনিয়েও আশা করা হচ্ছিল না। ২০০৮ এশিয়া কাপের পর ভারত কোনো ধরনের ক্রিকেট খেলতে পাকিস্তানে যায়নি। তবে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তান তিনবার ভারত ঘুরে এসেছে।
সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এখন শুধু বৈশ্বিক ও আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের। পাকিস্তান বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে ভারতে গেলেও ভারতের সেটাতেও আপত্তি। সর্বশেষ এশিয়া কাপের আয়োজক হয়েও তাই পাকিস্তানকে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে হয়েছে।
আগামী ২০২৫ এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন হওয়ার কথা। কিন্তু ভারত এখনো পর্যন্ত সেখানে যাওয়ার ব্যাপারে সায় দেয়নি। ফলে আবারও আরেকটি আইসিসি ইভেন্ট পাকিস্তান থেকে সরে যাওয়ার সম্ভাবনা জেগেছে। এরই মধ্যে আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবতে শুরু করেছে। সেক্ষেত্রে ১৯৯৬ সালের পর আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট ঘরের মাঠে আয়োজনের অপেক্ষা বাড়বে তাদের।