ভারতকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের লিড
- আপডেট সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
পুরো ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দুজন ব্যাটসম্যান, ডাক মেরে ফিরেছেন পাঁচজন। সর্বোচ্চ রানের ইনিংস রিশাভ পন্থের, তিনি করেছেন ২০ রান। ফলাফলও স্পষ্ট; লজ্জার রেকর্ড গড়ে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট ভারত।
বেঙ্গালুরুতে স্বাগতিকদের এমন লজ্জায় ফেলার পেছনের নায়ক ম্যাট হেনরি আর উইল ও’রুর্কি। এই দুই পেসারের বলে যেন চোখে সরষে ফুল দেখেছে ভারতীয় ব্যাটাররা। লম্বা করেছেন আসা-যাওয়ার মিছিল।
ভারতের এমন লজ্জার দিনে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্ত অবস্থানে থেকেই দিনশেষ করেছে কিউইরা। যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন কনওয়ে।
দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮০ রান যোগ করেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ১৪৩ রানের। অপরাজিত আছেন দুই ব্যাটার রাচিন রবীন্দ্র (৩৪ বলে ২২ রানে) আর ড্যারিয়েল মিচেল (৩৯ বলে ১৪ রানে)।
ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৪২ রান। তবে, ঘরের মাটিতে ভারতের টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস এটিই। কিউইদেও বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির।
বৃষ্টিবিঘ্নিত টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরে নিউজিল্যান্ডের পেসাররা। ইনিংসের সপ্তম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করেন টিম সাউদি। এরপর বাকি কাজটা শেষ করেন ম্যাট হেনরি আর উইল ও’রুর্কি। ২২ রানে ৪ উইকেট শিকার করেন ও’রুর্কি। আর ফাইফার তুলে নেন ম্যাট হেনরি। ১৫ রানেই পাঁচ উইকেট শিকার করেন এই পেসার।
লাঞ্চের আগে ৩৪ রান তুলতেই নেই ভারতের ৬ উইকেট। তারমাঝে বিরাট কোহলিসহ ৪ জন ফিরেছেন শূন্য রানে। মাঝখানে রিশাভ পান্ত আর যশস্বী জয়সওয়াল একটু প্রতিরোধের চেষ্টা করলেও সেটা লম্বা হয়নি। মাত্র ২৩ রানের স্থায়ী ছিল তাদের জুটি। ও’রুর্কি ১৩ রান করে জয়সওয়াল ফেরালে ভাঙে সেই জুটি।
লাঞ্চের পর আর বেশিক্ষন টিকতে পারেনি স্বাগতিকরা। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে রিশাভ পান্ত ম্যাট হেনরির বলে ক্যাচ দিয়ে ফিরলে আশা শেষ হয় ভারতের। ইনিংসের ২০ রান করেছেন তিনিই।
জবাবে বেশ ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে তোলে ৬৭ রান। ১৫ রানে টম লাথাম ফিরলেও উইল ইয়ংকে নিয়ে ১৪২ রানের জুটি গড়েন তিনি। ৩৩ রানে ইয়ং ফেরার পর দ্রুতই ফিরেছেন কনওয়েও। ‘নার্ভাস নাইনটিতে’ অশ্বিনের বলে বোল্ড হন তিনি। তার আগে ১০৫ বলে খেলেন ৯১ রানের ইনিংস। এরপর রাচিন রবীন্দ্র আর ড্যারিয়েল মিচেল দিন পার করে দেন।