বঙ্গোপসাগরের নিম্নচাপে ভারতে রেড এলার্ট জারি
- আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ায় ভারী বৃষ্টির কবলে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চল। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের তামিলনাড়–, কর্নাটকা ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাসসহ রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আকস্মিক বন্যায় ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
গত সোমবার (১৪ই অক্টোবর) থেকে ভারী বৃষ্টির কারণে ইতোমধ্যে জলমগ্ন রাজ্যগুলোর বেশিরভাগ শহর। কর্নাটকার বেঙ্গালুরুসহ বেশিরভাগ জায়গায় স্কুল-কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। চেন্নাই শহরে রাস্তায় চলছে নৌকা।
চেন্নাই, চেঙ্গালপেট, থিরুভাল্লুর ও কাঞ্চিপুরম জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় স্কুল, কলেজ বন্ধ রয়েছে। পাশাপাশি জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রাজ্যে ১ হাজারের বেশি মেডিক্যাল ক্যাম্প এবং অস্থায়ী ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরিস্থিতির আশংকায় দুর্গতদের উদ্ধারের জন্য মোতায়েন রয়েছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।