মারা গেছেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন
- আপডেট সময় : ১২:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে প্রাণ হারান তিনি। বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন লিয়াম। মাত্র ৩১ বছর বয়সের এই শিল্পী দুর্ঘটনাবশত উপর থেকে পড়ে গেছেন নাকি মদ্যপ ছিলেন তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
লিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, রাজধানীর পালারমো এলাকায় একটি হোটেলে তিনি ছিলেন। গত ২রা অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন তিনি। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন লিয়াম। এরপর হোটেলের বারান্দা থেকে নিচে পড়ে যান।
হোটেল ম্যানেজার বলেন, তিনি হোটেলের পেছনে জোরে শব্দ শুনে সেখানে গিয়ে দেখেন এক ব্যক্তি তার ঘরের বারান্দা থেকে পড়ে গেছেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ নিয়ে যায়। পরে মৃতুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চিকিৎসক।
আমেরিকান গায়ক চার্লি পুথ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি বিস্মিত। লিয়াম সবসময় আমার প্রতি সদয় ছিল। তিনি ছিলেন প্রথম প্রধান শিল্পীদের একজন যাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না তিনি চলে গেছেন।’’ রিয়ালিটি স্টার ও বিজনেসউইম্যান প্যারিস হিলটন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লিয়াম পেইনের মৃত্যুতে শোক জানিয়েছেন।
মার্কিন মিউজিক চ্যানেল এমটিভি, স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই এবং ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ডস দ্য ব্রিটস সবাই লিয়াম পেইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনে যোগ দিয়েছিলেন পেইন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জাইন মালিকের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাদের ব্যান্ড ভেঙে গেলে একক পারফর্ম নিয়েই ব্যস্ত থাকতেন এই গায়ক।