ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তান দল নির্বাচনের দায়িত্বে থাকছেন না কোচ-অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ও ৫৭ রানের হারের সাক্ষী হয়েছেন শান মাসুদ বাবর আজমেরা। প্রথম ইনিংসে অন্তত ৫০০ রান করেও ইনিংস ব্যবধানে হার টেস্ট ইতিহাসে এটাই ছিল প্রথমবার। এমন লজ্জার কীর্তির পর থেকেই দলটির একাদশে থাকা ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগের তীর যায় নির্বাচক প্যানেলের দিকেও।

মুলতানে সিরিজের প্রথম টেস্টের কয়েকঘণ্টা যেতে না যেতেই দেশটির অবসর প্রাপ্ত আম্পায়ার আলিম দারকে নির্বাচক কমিটিতে যুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আলিমের সঙ্গে নির্বাচক প্যানেলে জায়গা পান আরও তিনজন- দেশটির সাবেক ক্রিকেটার আকিব জাবেদ, আজহার আলী এবং অ্যানালিস্ট হাসান চিমা। এ নির্বাচক প্যানেলের সদস্যদের সঙ্গে অধিনায়ক ও কোচ মিলে ভোটের মাধ্যমে একাদশ নির্বাচন করতেন। তবে প্যানেলে নতুন সদস্য যুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় ছিল, নির্বাচন প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের ভোটাধিকার থাকে কিনা।

এ আলোচনার ইতি টেনেছে পিসিবি। নতুন নির্বাচক প্যানেলের বয়স এক সপ্তাহ না হতেই অধিনায়ক ও কোচকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটবিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের নির্বাচক প্যানেল পাঁচ জনে নিয়ে আসা হয়েছে। যেখানে আলিম দার, আকিব জাবেদ, হাসান চিমা, আজহার আলীর সঙ্গে আসাদ শফিককে রাখা হয়েছে। পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচকদের তালিকায় এ পাঁচজনকে রেখে বাকিদের নাম সরিয়ে ফেলা হয়েছে।

পিসিবির এমন সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য একটা ব্যাখ্যাও দিয়েছে ক্রিকবাজ। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরেও বাবর আজমকে দ্বিতীয় টেস্টের দলে রাখতে চেয়েছিলেন অধিনায়ক শান মাসুদ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ও পরের ইনিংসে ৫ রান করে আউট হন সাবেক পাকিস্তান অধিনায়ক। অফ ফর্মে থাকা বাবর সর্বশেষ ১৮ ইনিংস ধরে টেস্টে ফিফটির দেখা পাচ্ছেন না।

বাবরকে একাদশে রাখা হবে কিনা- এ নিয়ে দ্বিতীয় টেস্টের আগে কোচ গিলেস্পি, অধিনায়ক মাসুদ ও নির্বাচক কমিটির দীর্ঘ বৈঠক হয়। বৈঠক শেষে বাবরকে ‘বাদ’ দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে পাকিস্তান। বাবরের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই সেঞ্চুরি করে অভিষেক রাঙান কামরান গুলাম।

অভিষিক্ত কামরান গুলামের পাশাপাশি অফস্পিনার সাজিদ খানকেও সিরিজের দ্বিতীয় টেস্টে ফেরান নতুন নির্বাচক প্যানেল। আর সুযোগ পেয়েই প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেন সাজিদ। এমন সাহসী সিদ্ধান্তের জন্য প্রশংসায় ভাসে নির্বাচক প্যানেল। তারই পুরস্কার হিসেবে দল নির্বাচনের পুরো দায়িত্ব পাঁচ জনের কমিটির ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

নতুন দায়িত্বের এ প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল নির্বাচন করা।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান দল নির্বাচনের দায়িত্বে থাকছেন না কোচ-অধিনায়ক

আপডেট সময় : ০১:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ও ৫৭ রানের হারের সাক্ষী হয়েছেন শান মাসুদ বাবর আজমেরা। প্রথম ইনিংসে অন্তত ৫০০ রান করেও ইনিংস ব্যবধানে হার টেস্ট ইতিহাসে এটাই ছিল প্রথমবার। এমন লজ্জার কীর্তির পর থেকেই দলটির একাদশে থাকা ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগের তীর যায় নির্বাচক প্যানেলের দিকেও।

মুলতানে সিরিজের প্রথম টেস্টের কয়েকঘণ্টা যেতে না যেতেই দেশটির অবসর প্রাপ্ত আম্পায়ার আলিম দারকে নির্বাচক কমিটিতে যুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আলিমের সঙ্গে নির্বাচক প্যানেলে জায়গা পান আরও তিনজন- দেশটির সাবেক ক্রিকেটার আকিব জাবেদ, আজহার আলী এবং অ্যানালিস্ট হাসান চিমা। এ নির্বাচক প্যানেলের সদস্যদের সঙ্গে অধিনায়ক ও কোচ মিলে ভোটের মাধ্যমে একাদশ নির্বাচন করতেন। তবে প্যানেলে নতুন সদস্য যুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় ছিল, নির্বাচন প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের ভোটাধিকার থাকে কিনা।

এ আলোচনার ইতি টেনেছে পিসিবি। নতুন নির্বাচক প্যানেলের বয়স এক সপ্তাহ না হতেই অধিনায়ক ও কোচকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটবিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের নির্বাচক প্যানেল পাঁচ জনে নিয়ে আসা হয়েছে। যেখানে আলিম দার, আকিব জাবেদ, হাসান চিমা, আজহার আলীর সঙ্গে আসাদ শফিককে রাখা হয়েছে। পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচকদের তালিকায় এ পাঁচজনকে রেখে বাকিদের নাম সরিয়ে ফেলা হয়েছে।

পিসিবির এমন সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য একটা ব্যাখ্যাও দিয়েছে ক্রিকবাজ। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরেও বাবর আজমকে দ্বিতীয় টেস্টের দলে রাখতে চেয়েছিলেন অধিনায়ক শান মাসুদ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ও পরের ইনিংসে ৫ রান করে আউট হন সাবেক পাকিস্তান অধিনায়ক। অফ ফর্মে থাকা বাবর সর্বশেষ ১৮ ইনিংস ধরে টেস্টে ফিফটির দেখা পাচ্ছেন না।

বাবরকে একাদশে রাখা হবে কিনা- এ নিয়ে দ্বিতীয় টেস্টের আগে কোচ গিলেস্পি, অধিনায়ক মাসুদ ও নির্বাচক কমিটির দীর্ঘ বৈঠক হয়। বৈঠক শেষে বাবরকে ‘বাদ’ দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে পাকিস্তান। বাবরের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই সেঞ্চুরি করে অভিষেক রাঙান কামরান গুলাম।

অভিষিক্ত কামরান গুলামের পাশাপাশি অফস্পিনার সাজিদ খানকেও সিরিজের দ্বিতীয় টেস্টে ফেরান নতুন নির্বাচক প্যানেল। আর সুযোগ পেয়েই প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেন সাজিদ। এমন সাহসী সিদ্ধান্তের জন্য প্রশংসায় ভাসে নির্বাচক প্যানেল। তারই পুরস্কার হিসেবে দল নির্বাচনের পুরো দায়িত্ব পাঁচ জনের কমিটির ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

নতুন দায়িত্বের এ প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল নির্বাচন করা।