হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে এক সামরিক অভিযানে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে চালানো আক্রমণের মূল পরিকল্পনাকারী হিসেবে সিনওয়ারের ভূমিকা ছিল বলে ধারণা করা হয়।
বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, সিনওয়ারের মৃত্যু এই দীর্ঘমেয়াদি সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড়। পশ্চিমা নেতারা এই ঘটনাকে যুদ্ধের শেষের সম্ভাবনা হিসেবে দেখলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার গাজার দক্ষিণাঞ্চলে পরিচালিত এক অভিযানে সিনওয়ার নিহত হন। তার পরিচয় নিশ্চিত করার পর এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে, হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গাজার বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ইসরায়েলি অভিযানে সিনওয়ারের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
সিনওয়ারের মৃত্যুর পর এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট এই ঘটনাকে গাজা যুদ্ধের অবসান এবং বন্দিদের মুক্তির একটি সুযোগ হিসেবে দেখছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও একই ধরনের মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সিনওয়ারকে 'যুদ্ধের প্রধান বাধা' হিসেবে বিবেচনা করা হচ্ছিল এবং তার মৃত্যু যুদ্ধবিরতির আলোচনার পথ সুগম করতে পারে। যদিও নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি এবং বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাবে।
তিনি বলেন, 'আজ আমরা প্রতিশোধ নিয়েছি। আজ দুষ্ট শক্তিকে আঘাত করা হয়েছে, তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি।'