ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিনওয়ারের মৃত্যু ইসরায়েলের জন্য স্বস্তিদায়ক: বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে এক সামরিক অভিযানে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘোষণায় ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের জন্য “স্বস্তিদায়ক” বলে উল্লেখ করেছেন বাইডেন।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন সিনওয়ারের হত্যাকাণ্ড চলমান গাজা যুদ্ধের অবসানের দিকে একটি পদক্ষেপ বলে মনে করছেন।

অবশ্য ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার এই দাবি এখনও নিশ্চিত করেনি হামাস।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার গাজার দক্ষিণাঞ্চলে পরিচালিত এক অভিযানে সিনওয়ার নিহত হন। তার পরিচয় নিশ্চিত করার পর এ ঘোষণা দেওয়া হয়।

এরপরে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, “এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য একটি ভালো দিন। আজ আবারও প্রমাণিত হয়েছে, বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী বিচার থেকে পালাতে পারবে না, তা যতই সময় লাগুক না কেন।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইসমাইল হানিয়া। এই হামলায় ১২’শ ইসরায়েলি নিহত হয়। হামাস কর্তৃক বন্দী হন আরও অনেক ইসরায়েলি।

নিউজটি শেয়ার করুন

সিনওয়ারের মৃত্যু ইসরায়েলের জন্য স্বস্তিদায়ক: বাইডেন

আপডেট সময় : ০১:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে এক সামরিক অভিযানে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘোষণায় ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের জন্য “স্বস্তিদায়ক” বলে উল্লেখ করেছেন বাইডেন।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন সিনওয়ারের হত্যাকাণ্ড চলমান গাজা যুদ্ধের অবসানের দিকে একটি পদক্ষেপ বলে মনে করছেন।

অবশ্য ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার এই দাবি এখনও নিশ্চিত করেনি হামাস।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার গাজার দক্ষিণাঞ্চলে পরিচালিত এক অভিযানে সিনওয়ার নিহত হন। তার পরিচয় নিশ্চিত করার পর এ ঘোষণা দেওয়া হয়।

এরপরে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, “এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য একটি ভালো দিন। আজ আবারও প্রমাণিত হয়েছে, বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী বিচার থেকে পালাতে পারবে না, তা যতই সময় লাগুক না কেন।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইসমাইল হানিয়া। এই হামলায় ১২’শ ইসরায়েলি নিহত হয়। হামাস কর্তৃক বন্দী হন আরও অনেক ইসরায়েলি।