টেস্টে ছক্কার সেঞ্চুরির রেকর্ড গড়লো ভারত
- আপডেট সময় : ০১:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
বেঙ্গালুরুতে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে ভারত। দ্বিতীয় ইনিংসে শুক্রবার ৩০তম ওভারের প্রথম বলে ছক্কা হাকান বিরাট কোহলি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলো ভারত।
এ বছর এখন পর্যন্ত ৯ টেস্ট খেলা ভারতের ছক্কা সংখ্যা ১০২। এর আগে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ২০২১ সালে ভারতেরই গড়া ৮৭ ছক্কা পেরিয়ে পরের বছর ৮৯ ছক্কা মারে ইংল্যান্ড। ১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের সেই রেকর্ড পেরিয়ে যায় ভারত। শীর্ষ পাঁচে পরের দুটি জায়গা নিউজিল্যান্ডের। ২০১৪ সালে ৮১ ছক্কা ও ২০১৩ সালে ৭১ ছক্কা মেরেছে কিউইরা।
এ বছর ছক্কাসংখ্যায় ভারতের ধারেকাছেও কেউ নেই। ১৩ ম্যাচে ৬৮ ছক্কা নিয়ে দুইয়ে ইংল্যান্ড। পঞ্চাশের ওপরে ছক্কা আছে আর একটি দলের। ৭ ম্যাচে ৬৩ ছক্কা মেরেছে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা (৮ ম্যাচে ৪৫), পাকিস্তান (৫ ম্যাচে ৩৩), ওয়েস্ট ইন্ডিজ (৭ ম্যাচে ২৮) ও বাংলাদেশ (৬ ম্যাচে ২৫)। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় বাংলাদেশের পেছনে। ৫ ম্যাচে ২১ ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১৯ ছক্কা দক্ষিণ আফ্রিকার। ২টি করে টেস্ট খেলা আফগানিস্তান (৫ ছক্কা) ও আয়ারল্যান্ডের (২ ছক্কা) সঙ্গে এই তালিকায় বাকি দলগুলোর সঙ্গে তুলনার সুযোগ নেই। ১টি টেস্ট খেলা কোনো ছক্কা মারতে পারেনি জিম্বাবুয়ে।