ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিনওয়ারের মরদেহকে জিম্মি মুক্তিতে ব্যবহার করবে ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার গত বুধবার (১৬ অক্টোবর) ইসরায়েলি হামলায় মারা গেছেন। গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মরদেহকে জিম্মি মুক্তির কাজে ব্যবহার করবে ইসরায়েল।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার বিষয়ে নিশ্চিত ছিল না ইসরায়েল। পরিচয় শনাক্তের জন্য পরেরদিন বৃহস্পতিবার তার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে জানা যায় নিহত ব্যক্তি হামাস প্রধান সিনওয়ার। এরপর সিনওয়ারের নিথর দেহটিকে একটি গোপন জায়গায় নিয়ে যায় ইসরায়েল।

ইসরায়েলি দুটি সূত্র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিনওয়ারের মরদেহকে কাজে লাগিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে প্রায় ২৫০ জন ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে যায় হামাস। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি জিম্মি এখনো সেখানে রয়ে গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, “যদি হামাস সিনওয়ারের মরদেহের বিনিময়ে জীবিত এবং মৃত ইসরায়েলিদের ফেরত দিতে রাজি থাকে, তাহলে এটি ভালো।”

জানা গেছে, শুধুমাত্র জিম্মি বিনিময়ের মাধ্যমেই হামাস সিনওয়ারের মরদেহ ফেরত নিতে পারে। আর নয়ত তার মরদেহ কখনো গাজায় নিতে দেওয়া নাও হতে পারে। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

সিনওয়ারের মরদেহকে জিম্মি মুক্তিতে ব্যবহার করবে ইসরায়েল

আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার গত বুধবার (১৬ অক্টোবর) ইসরায়েলি হামলায় মারা গেছেন। গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মরদেহকে জিম্মি মুক্তির কাজে ব্যবহার করবে ইসরায়েল।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার বিষয়ে নিশ্চিত ছিল না ইসরায়েল। পরিচয় শনাক্তের জন্য পরেরদিন বৃহস্পতিবার তার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে জানা যায় নিহত ব্যক্তি হামাস প্রধান সিনওয়ার। এরপর সিনওয়ারের নিথর দেহটিকে একটি গোপন জায়গায় নিয়ে যায় ইসরায়েল।

ইসরায়েলি দুটি সূত্র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিনওয়ারের মরদেহকে কাজে লাগিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে প্রায় ২৫০ জন ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে যায় হামাস। তাদের মধ্যে ১০০ জনেরও বেশি জিম্মি এখনো সেখানে রয়ে গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, “যদি হামাস সিনওয়ারের মরদেহের বিনিময়ে জীবিত এবং মৃত ইসরায়েলিদের ফেরত দিতে রাজি থাকে, তাহলে এটি ভালো।”

জানা গেছে, শুধুমাত্র জিম্মি বিনিময়ের মাধ্যমেই হামাস সিনওয়ারের মরদেহ ফেরত নিতে পারে। আর নয়ত তার মরদেহ কখনো গাজায় নিতে দেওয়া নাও হতে পারে। সূত্র: সিএনএন