ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আগামী সোমবার (২১শে অক্টোবর) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে আল-হিলালের হয়ে মাঠে নামবেন এই তারকা।
সৌদি আরবের ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ম্যাচে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে নেইমারকে। নামানো হতে পারে বদলি খেলোয়াড় হিসেবে।
এক বছর আগে আল হিলালের হয়ে খেরার সময় ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। এরপর আর মাঠে দেখা যায়নি এই তারকাকে।
নেইমারকে ছাড়া বেশ ভুগেছে তার জাতীয় দল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় বেশ নাজুক অবস্থানে আছে দলটি। নেইমারের জন্য কোটি কোটি টাকা খরচ করা আল হিলালও পায়নি তার সার্ভিস। গুঞ্জন চলছে তাকে বিক্রি করে দেওয়া হবে। তবে এখন নেইমারকে নিয়ে বেশ আশাবাদী দলটি।
জর্জ জেসুস বলেন, ‘আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে লিস্টে (দলে) থাকবে।’