ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইরানে হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান রাশিয়ার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৩৮৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে রাশিয়া নতুন এক বার্তা দিয়েছে। ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে পরামর্শ দিয়েছে রাশিয়া। এক সতর্কবার্তায় বলা হয়, এ ধরণের কার্যক্রম বিপর্যয় ডেকে আনবে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ জানিয়েছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

এসময় রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন।

উল্লেখ্য, গত বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তাকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, এখনো সময় আছে। হামাস যদি অস্ত্র ত্যাগ করে সকল জিম্মিদের মুক্ত করে দেয় তাহলে আগামীকালই যুদ্ধ থেমে যাবে।

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান রাশিয়ার

আপডেট সময় : ০৮:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে রাশিয়া নতুন এক বার্তা দিয়েছে। ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে পরামর্শ দিয়েছে রাশিয়া। এক সতর্কবার্তায় বলা হয়, এ ধরণের কার্যক্রম বিপর্যয় ডেকে আনবে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ জানিয়েছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

এসময় রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন।

উল্লেখ্য, গত বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তাকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, এখনো সময় আছে। হামাস যদি অস্ত্র ত্যাগ করে সকল জিম্মিদের মুক্ত করে দেয় তাহলে আগামীকালই যুদ্ধ থেমে যাবে।