অভিশপ্ত দল আ.লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, প্রশ্ন অলি আহমেদের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের দুই মাস পার হলেও সংস্কার কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমেদ বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো সরকারের বিভিন্ন স্তরে রয়ে গেছে। যা বর্তমান সরকারের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ।
আওয়ামী লীগকে অভিশপ্ত দল অ্যাখ্যা দিয়ে গণহত্যার দায়ে দলটিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না সেই প্রশ্নও রাখেন অলি আহমেদ।
স্বৈরাচারের দোসর সরকারি কর্মকর্তা আমলাদের অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে জনগণের কথা ভেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।