কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হত্যা মামলায় ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (শনিবার, ১৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে কামাল আহমেদ মজুমদারকে হাজির করে ইকরামুল হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তিনি। তবে আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।