ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রামপুরার বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯শে অক্টোবর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরা বিটিভি ভবনের পেছনের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরার স্থানীয় বাসিন্দারা জানান, ‘তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মাঝে মারা গেছেন। শরীরে আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘পপি ভবনের মালিক প্রযোজক শামসুজ্জোহা থানায় কল করে অভিযোগ করে বলে তার ভাড়াটিয়া কণ্ঠশিল্পী মনি কিশোরের রুম থেকে বাজে গন্ধ আসছে। মনিরের পাশের বাসার ভাড়াটিয়া জানায়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে।’

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার বলো না তুমি’, সেই দুটি চোখ কোথায় তোমার, তুমি শুধু আমারই জন্য, মুখে বলো ভালোবাসি, আমি মরে গেলে জানি তুমি ইত্যাদি উল্লেখযোগ্য। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।

চলতি বছর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নতুন করে গান করার কথা জানিয়েছিলেন ‘এই তুমি সেই তুমি’ খ্যাত ৯০ এর দশকের জনপ্রিয় এই গায়ক। তিনি জানিয়েছিলেন, আলাদা করে দেড়শ গান তৈরি করেছেন। যে গানগুলো তিনি জীবদ্দশায় প্রকাশ করতে চান না। কিছু গান মৃত্যুর পরও প্রকাশ পাবে বলেও জানিয়েছিলেন এই কণ্ঠশিল্পী।

নিউজটি শেয়ার করুন

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

রাজধানীর রামপুরার বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯শে অক্টোবর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরা বিটিভি ভবনের পেছনের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরার স্থানীয় বাসিন্দারা জানান, ‘তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মাঝে মারা গেছেন। শরীরে আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘পপি ভবনের মালিক প্রযোজক শামসুজ্জোহা থানায় কল করে অভিযোগ করে বলে তার ভাড়াটিয়া কণ্ঠশিল্পী মনি কিশোরের রুম থেকে বাজে গন্ধ আসছে। মনিরের পাশের বাসার ভাড়াটিয়া জানায়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে।’

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার বলো না তুমি’, সেই দুটি চোখ কোথায় তোমার, তুমি শুধু আমারই জন্য, মুখে বলো ভালোবাসি, আমি মরে গেলে জানি তুমি ইত্যাদি উল্লেখযোগ্য। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।

চলতি বছর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নতুন করে গান করার কথা জানিয়েছিলেন ‘এই তুমি সেই তুমি’ খ্যাত ৯০ এর দশকের জনপ্রিয় এই গায়ক। তিনি জানিয়েছিলেন, আলাদা করে দেড়শ গান তৈরি করেছেন। যে গানগুলো তিনি জীবদ্দশায় প্রকাশ করতে চান না। কিছু গান মৃত্যুর পরও প্রকাশ পাবে বলেও জানিয়েছিলেন এই কণ্ঠশিল্পী।