চাল আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক ও ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক কমালো এনবিআর। এছাড়া বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্রতি কেজিতে চালের দাম কমবে ১৪ টাকা ৪০ পয়সা।
আজ (রোববার, ২০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এত দিন চালের ওপর আমদানি শুল্ক ছিলো ২৫ শতাংশ। সেখান থেকে কমিয়ে নামানো হলো ১৫ শতাংশে। আর রেগুলেটরি শুল্ক ছিলো ২৫ শতাংশ, সেখান থেকে নামানো হলো ৫ শতাংশে।
এনবিআর বলছে, এতে করে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪ টাকা ৪০ পয়সা করে কমবে। বাজারে চালের সরবরাহ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।