আজ রোববার অন্তর্বর্তীকালীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরে এলো। এই রায়ের ফলে উচ্চ আদালতের বিচারকদের ক্ষমতা এবং মর্যাদা বাড়বে, যা বিগত সরকারের সময় কেড়ে নেয়া হয়েছিল। তাই এই রায় ইতিবাচক। ফ্যাসিষ্ট সরকারের সহায়ক হিসেবে জুলাই বিপ্লবের ঘটনায় উচ্চ আদালতের অনেক বিচারক কাজ করেছেন। তাদের অপসারণের দাবি ছিল আন্দোলনকারীদেরও। এই রায়ের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার কার্যকারিতা ফিরে পেলো।
তিনি বলেন, ষোড়শতম সংশোধনীর ফলে অনেক সাধারণ বিচারপ্রার্থীরা আদালতের কাছে বিচার পায়নি। সরকারের পক্ষে অনেক বিচারপতিরা ফরমায়েসী রায় দিয়েছেন। সাবেক প্রধানমর্ত্রী খালেদা জিয়া সঠিক বিচার পায়নি। তারেক জিয়ার বক্তব্য প্রচার করতে পারেনি গণমাধ্যম। তাই এই রায় ইতিবাচক প্রভাব ফেলবে বিচার অংগনে।
তিনি আরও বলেন, আন্দোলনকারিরা চাইলে জুলাই বিপ্লবের ঘটনায় জড়িত বিচারপতিদের বিষয়ে কাউন্সিলের কাছে অভিযোগ করতে পারবে।