বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে আসছে ফিফা ও এএফসি
- আপডেট সময় : ০৪:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচ্চন আগামী শনিবার (২৬ অক্টোবর)। বাফুফের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধি। বাফুফের বিগত নির্বাচনেও ফিফা-এএফসি প্রতিনিধি এসেছিলেন।
এএফসি প্রতিনিধি ক্যাটেল আসবেন আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। তিনি এএফসির মেম্বার এসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধান। ক্যাটেল আসার পরের দিন (২৫ অক্টোবর) আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। তিনি ফিফার সদস্য দেশের কর্মকান্ড পর্যবেক্ষণ করেন।
ফিফার এই কর্মকর্তা বাংলাদেশে একাধিকবার এসেছেন। প্রিন্সের পাশাপাশি ফিফা থেকে আরেক মাহমুদ মনসুরেরও আসার কথা রয়েছে।
বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। ১৩৩ জন কাউন্সিলর ২৬ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এএফসি, ফিফা প্রতিনিধি পর্যবেক্ষণ করবে। সাফের প্রতিনিধিও থাকবে পর্যবেক্ষক হিসেবে।