ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

আজ (সোমবার, ২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ জেড আই খান পান্নার জামিন আবেদন মঞ্জুর করেন।

১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়।

এই মামলার পর তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। জেড আই খান পান্না জামিন পেয়ে গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে কোনো আঘাত আসলে প্রতিবাদ জানাবো। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন থাকবো আমৃত্যু।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কেউ বাকরুদ্ধ করতে পারবে না।’ তার আইনজীবী বলছেন, নিরপরাধ ব্যক্তির নামে মামলা দিলে জুলাই-আগস্ট গণহত্যার প্রকৃত মামলাগুলো প্রশ্নবিদ্ধ হবে।

এর আগে জেড আই খান পান্নার বিরুদ্ধে করা মামলায় গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।

নিউজটি শেয়ার করুন

আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

আজ (সোমবার, ২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ জেড আই খান পান্নার জামিন আবেদন মঞ্জুর করেন।

১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়।

এই মামলার পর তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। জেড আই খান পান্না জামিন পেয়ে গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে কোনো আঘাত আসলে প্রতিবাদ জানাবো। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন থাকবো আমৃত্যু।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কেউ বাকরুদ্ধ করতে পারবে না।’ তার আইনজীবী বলছেন, নিরপরাধ ব্যক্তির নামে মামলা দিলে জুলাই-আগস্ট গণহত্যার প্রকৃত মামলাগুলো প্রশ্নবিদ্ধ হবে।

এর আগে জেড আই খান পান্নার বিরুদ্ধে করা মামলায় গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।