রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোরে উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহাম্মদ হোসেন, তাঁর ছেলে সৈয়দুল আমিন ও মেয়ে আসমা বেগম।
মো. আরিফ হোসাইন বলেন, সোমবার সকালে হঠাৎ অজ্ঞাত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী এসে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ এ ঢুকে একটি পরিবারের ওপর অতর্কিত গুলি চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আহম্মদ হোসেন ও তাঁর ছেলে সৈয়দুল আমিন। মেয়ে আসমাকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতরা ক্যাম্প ১৭ থেকে এসে ক্যাম্প ২০-এ শেড তৈরির কাজ করছিলেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান উখিয়া থানার ওসি।