লেবাননে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০৩:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৈরুতসহ দক্ষিণ লেবাননে ১২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকা দক্ষিণ বৈরুতের দাহিহ জেলা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার ইসরাইলের হামলায় লেবাননে কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার পর অন্তত ১২টি ইসরাইলি ক্ষেপণাস্ত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে আঘাত হেনেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর একটি বুলডোজার দক্ষিণ লেবাননে একটি শান্তিরক্ষা পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে ‘সামরিক মহড়ার’ পরিকল্পনা করছে
ইসরাইল। সামরিক মহড়ার অংশ হিসেবে সকালে ইসরাইলের উপকূলীয় শহর নাহারিয়ার মধ্য দিয়ে যানবাহন ও সামরিক বাহিনী চলাচল করবে। নাহারিয়া লেবানন সীমান্তের নিকটতম ইসরাইলি শহরগুলির মধ্যে একটি।
ইসরাইলি সামরিক বাহিনী এরআগে লেবাননের রাজধানী বৈরুতের ১৪টি সহ ২৫টি এলাকায় বসবাসকারী লোকদের সতর্ক করে জানিয়েছিলো, তারা সারা রাত জুড়ে হামলা চালানোর পরিকল্পনা করেছে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও বলেছে, তারা হিজবুল্লাহকে সমর্থনকারী ব্যাংক এবং অন্যান্য আর্থিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে, আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডএম ড্যানিয়েল হাগারি সতর্ক করে দিয়েছিলেন যে, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নের জন্য ব্যবহৃত সাইটের কাছাকাছি যে কেউ অবস্থান করলে অবিলম্বে এই অবস্থানগুলি থেকে সরে যেতে হবে’।
ইসরাইলি মুখপাত্র আরও যোগ করেছেন, আগামী দিনগুলোতে, আমরা প্রকাশ করব কীভাবে ইরান বেসামরিক প্রতিষ্ঠান, সমিতি এবং এনজিওগুলোকে ব্যবহার করে হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করে সন্ত্রাসবাদের ফ্রন্ট হিসাবে কাজ করে।