প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ৬ হাজার রান

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে

মিরপুর টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ২০২ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।
সাদমান ইসলাম ও মমিনুল হক যথাক্রমে ১ এবং ০ রানে ফিরলে চাপে পড়ে টাইগাররা। এরপর অধিনায়ক শান্ত ২৩ রানে সাজঘরে ফেরেন।
যদিও মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় মিলে এই ধাক্কা কিছুটা সামলানোর বার্তা দিচ্ছেন। মুশফিকুর রহিম ৯৩ টেস্ট খেলে এই কীর্তি গড়েছেন।
এর আগে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের বিপরীতে ৩০৮ রান করে প্রোটিয়ারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০১ রানে আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দুই দল। এখনো দক্ষিণ আফ্রিকার লিড টপকে নতুন লিড দেওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ১০১ রান।