হেলিকপ্টার বিধ্বস্ত, আমেরিকায় নিহত ৪

- আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৪২৬ বার পড়া হয়েছে

আমেরিকার হিউস্টেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ চারজন নিহত হয়। সবাই ওই হেলিকপ্টারের আরোহী ছিলো বলে জানিয়েছে হিউস্টেনের পুলিশ বিভাগ। তারা বলছে, একটি রেডিও টাওয়ারে হেলিকপ্টারটি ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে হয়।
বার্তা সংস্থা এএফপি বলছে, এ দুর্ঘটনায় ওই রেডিও ট্রান্সমিশন টাওয়ারটি ধ্বংস হয়ে গেছে। তবে তাতে হেলিকপ্টারটি ধাক্কা লেগেছিল নাকি ক্যাবলে আটকে গিয়েছিল তা জানা যায়নি। এই তথ্য জানিয়েছেন হিউস্টেনের পুলিশ প্রধান নোয়ে দিয়াজ।
রোববারের এই ঘটনার সময় নিচে কেউ ছিলেন না। তাই আর কেউ হতাহত হননি। এরই মধ্যে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টাওয়ারের তার এখনো পুড়ছে। পাশেই আবাসিক এলাকা। এখন পর্যন্ত সেখানে আগুন ছড়িয়ে পড়েনি।
হিউস্টেনের মেয়র জন হোয়াইটমির বলছেন, আগুন বড় আকার ধারণ করেনি।