রাষ্ট্রপতির পদত্যাগে এক ঘণ্টার আল্টিমেটাম: সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত
- আপডেট সময় : ১১:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আজকের মতো ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ৩ জন উপদেষ্টা ও ইনকিলাব মঞ্চের ৫ জন প্রতিনিধির সাথে আগামীকাল বিকেল ৫টায় বৈঠক হবে। ইনকিলাব মঞ্চ থেকে বলা হয়েছে, আগামীকাল বৈঠক শেষে ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে।
এর আগে আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচিতে সন্ধ্যা ৭টার মধ্যে আইন উপদেষ্টা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আশ্বস্ত না করলে বঙ্গভবনে প্রবেশের হুঁশিয়ারি দেয়া হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঘোষণা দিয়ে বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করলে তার পদত্যাগ চাইতাম। কিন্তু সে পালিয়ে গেছে। তার পদত্যাগের জন্য দেশের মানুষ বসে নেই। দেশের মানুষ এখন আপনার (রাষ্ট্রপতি) পদত্যাগ চায়।’
এই মুখপাত্র বলেন, ‘আমাদের দু’টি দাবি, প্রথমত খুনি হাসিনা ফ্যাসিবাদের দোসর এবং তৃতীয় শ্রেণির চাটুকার চুপ্পুর অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। সে পদত্যাগ করবে কিনা এটা ইস্যু নয়, তাকে পদত্যাগ করাতে হবে। যে সাংবিধানিক ধারা মোতাবেক যে সংবিধান তৈরি করলে ফ্যাসিস্ট খুনি হাসিনার চাটুকার চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে এই মুহূর্তে স্যাক করা যাবে, এই মুহূর্তে সেই সংবিধান তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে শুনেছি উপদেষ্টা পরিষদ সংবিধানের পৃষ্ঠা উল্টেপাল্টে দেখছেন, কোনোভাবে চুপ্পুকে পদত্যাগ করানো যায়। এইসব নয়-ছয় বুঝি না, এই নয়-ছয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। স্পষ্ট বলতে চাই, এখন ৬টা বাজে, ১ ঘণ্টা সময় দিচ্ছি, ৭টার মধ্যে আইন উপদেষ্টা বঙ্গভবনের গেটে এসে তার পদত্যাগের ব্যাপারে কী করছেন স্পষ্ট আমাদের বার্তা না দিলে আমরা ব্যারিকেড ভেঙ্গে হাজারও ছাত্র-জনতা নিয়ে বঙ্গভবন বিজয় করবো।’
তবে আল্টিমেটাম ঘোষণা দেয়ার আধা ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরই আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা দেয়া হয়।
শরিফ ওসমান হাদি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ৩ জন উপদেষ্টা ও ইনকিলাব মঞ্চের ৫ জন প্রতিনিধির সাথে বিকেল ৫টায় কাল বৈঠক হবে। কালকের বৈঠক শেষে ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে। অবস্থান কর্মসূচি আজকের জন্য সমাপ্ত।’
দিনভর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে বঙ্গভবনের সামনে জড়ো হয় বিভিন্ন সংগঠন। বিকেলের পর থেকে ইনকিলাব মঞ্চের সমর্থক-সদস্যরা বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে রাখে।
এর আগে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ বঙ্গভবনের দিকে রওনা হয়। বিকেল ৫টার দিকে তারা সেখানে পৌঁছায়। এরপরই রাস্তা আটকে দেয়।
এ সময় তারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মো. সাহাবুদ্দিনের অপসারণ এবং ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে আহ্বান জানান উপস্থিত আন্দোলনকারীরা।