ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিরোজপুরে ভাসমান বাজারে বেঁচাকেনা জমজমাট

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদী ঘিরে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী কাশ্মিরী ভাসমান বাজার। প্রতি শনিবার ও মঙ্গলবার ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত বসে এই হাট। হাটের দিন কোটি টাকার কেনাবেঁচা হয়। দুইশ বছরের পুরোনো এই হাটে স্থানীয় কৃষক ছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষ পণ্য বিক্রি করতে আসেন।

পিরোজপুরে নদী ও খালের ওপর নির্ভর করে গড়ে উঠেছে বহু ভাসমান হাট-বাজার। আধুনিকতার ছোয়ায় এর মধ্যে অনেকগুলো ভাসমান বাজার বিলুপ্ত হয়ে গেছে। তবে নাজিরপুরের বইটাকাটায় বেলুয়া নদীতে ঐতিহ্যবাহী ভাসমান বাজার এখনও ব্যবসায়ীদের কাছে সমাদৃত। বিভিন্ন জাতের গাছের চারা, সবজি ও ফল নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। স্থানীয়রা এই বাজারটিকে কাশ্মীরি বাজার বলে ডাকেন।

প্রতি শনি ও মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথে পণ্য নিয়ে আসতে শুরু করেন কৃষকরা। দেশের বড় বড় পাইকাররাও এই হাটে আসে সবজি গাছের চারা ও ফল কিনতে আসেন। হাটের দিন প্রায় এক কোটি টাকার বেচাকেনা হয় বলে জানালেন স্থানীয়রা। ঐতিহ্যবাহী বাজারটিকে দর্শনীয় স্থান ও পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইসরাতুনেছা এশা। বাজারটির ঐতিহ্য রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে ভাসমান বাজারে বেঁচাকেনা জমজমাট

আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদী ঘিরে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী কাশ্মিরী ভাসমান বাজার। প্রতি শনিবার ও মঙ্গলবার ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত বসে এই হাট। হাটের দিন কোটি টাকার কেনাবেঁচা হয়। দুইশ বছরের পুরোনো এই হাটে স্থানীয় কৃষক ছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষ পণ্য বিক্রি করতে আসেন।

পিরোজপুরে নদী ও খালের ওপর নির্ভর করে গড়ে উঠেছে বহু ভাসমান হাট-বাজার। আধুনিকতার ছোয়ায় এর মধ্যে অনেকগুলো ভাসমান বাজার বিলুপ্ত হয়ে গেছে। তবে নাজিরপুরের বইটাকাটায় বেলুয়া নদীতে ঐতিহ্যবাহী ভাসমান বাজার এখনও ব্যবসায়ীদের কাছে সমাদৃত। বিভিন্ন জাতের গাছের চারা, সবজি ও ফল নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। স্থানীয়রা এই বাজারটিকে কাশ্মীরি বাজার বলে ডাকেন।

প্রতি শনি ও মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথে পণ্য নিয়ে আসতে শুরু করেন কৃষকরা। দেশের বড় বড় পাইকাররাও এই হাটে আসে সবজি গাছের চারা ও ফল কিনতে আসেন। হাটের দিন প্রায় এক কোটি টাকার বেচাকেনা হয় বলে জানালেন স্থানীয়রা। ঐতিহ্যবাহী বাজারটিকে দর্শনীয় স্থান ও পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইসরাতুনেছা এশা। বাজারটির ঐতিহ্য রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।