বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৪০৪ বার পড়া হয়েছে

ছাত্র জনতাকে সংগঠিত রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন কমিটির আহ্বায়ক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন আহ্বায়ক কমিটিতে আরিফ সোহেলকে সদস্য সচিব এবং হান্নান মাসুদকে মুখ্য সংগঠক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক উমামা ফাতিমাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে সকালে ৭২ এর সংবিধান বাতিল, রাষ্ট্রপতির অপসারণসহ অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। এ নিয়ে সরকার ও সেনাপ্রধানকে আল্টিমেটাম দিয়েছে তারা।