উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ হ্যাটট্রিকে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে। মঙ্গলবার (২২শে অক্টোবর) রাতে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে ২ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লেখে ।
খেলার শুরু থেকেই ডর্টমুন্ড বার্নাব্যুতে নিজেদের দাপট দেখায়। ডনিয়েল মালেনের ৩০ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। এরপর ৩৪ মিনিটে জেমি গিটেন্স গোল করে ব্যবধান ২-০ করে দেয়।
যখন মনে হচ্ছিলো ম্যাচটি একপেশে হতে যাচ্ছে, তখনই দ্বিতঅয়ার্ধে স্বরূপে ফেরে রিয়াল। ৬০ মিনিটে আন্তোনিও রুডিগারের হেড থেকে গোল করলে ব্যবধান কমায় রিয়াল। এর দুই মিনিট পরই ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। ৮৩ মিনিটে অধিনায়ক লুকাস ভাসকুয়েজ ডান প্রান্ত থেকে গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।
তারপর ভিনিসিয়ুস ম্যাচের বাকি সময়জুড়ে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে আরও দুটি গোল করেন। এরপর যোগ করা সময়ে আরো একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
অসাধারণ জয় দিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল।