ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ জন। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ব্যাঙ্গালুরুর হরামাভু আগারা এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভবনটি ধসে পড়ার সময় এর ভেতর ২০ জন লোক অবস্থান করছিল। ভবন ধসের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায়। একটি ডগ স্কয়াডও উদ্ধারাভিযানে অংশ নেয়। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য সংস্থাগুলোর সহায়তায় সমন্বিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের সূত্রগুলো নিশ্চিত করেছে, এরইমধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত বা মরদেহের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
বেঙ্গালুরুতে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কিছু এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া যাতায়াত বিঘিœত হওয়ায় বেঙ্গালুরুর অনেক বাসিন্দাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।