ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট, রোববার শুনানি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিদের দলের বিপক্ষে ভোট দিতে না পারা সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আজ (বুধবার, ২৩ অক্টোবর) রিটটি দায়ের করেন। আগামী রোববার এর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সংবিধানের বিতর্কিত এই অনুচ্ছেদ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন মহল থেকে যখন দাবি জোরালো হচ্ছে এর মধ্যে এই রিট দায়ের এই দাবিকে আরও জোরালো করবে বলেও জানান এই আইনজীবী।

তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় কোন সিদ্ধান্ত কোন সংসদ সদস্যের কাছে যৌক্তিক মনে না হলেও তিনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। দলের বিরুদ্ধে গেলে তারা সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়।’

গণতন্ত্রের সাথে ৭০ অনুচ্ছেদ সাংঘর্ষিক বলে এর আগে সুপ্রিম কোর্টের রায়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা পর্যবেক্ষণ দিয়েছেন বলেও এই রিটে উল্লেখ করেছেন আইনজীবী। তিনি জানান, ২০১৭ সালে এ বিষয়ে একটি রিট তিনি দায়ের করলেও তখন ৩ বিচারপতির বিভক্ত আদেশে তা খারিজ করে দেয়া হয়। এখন নতুন যুক্তি নিয়ে আবার রিটটি দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট, রোববার শুনানি

আপডেট সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

এমপিদের দলের বিপক্ষে ভোট দিতে না পারা সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আজ (বুধবার, ২৩ অক্টোবর) রিটটি দায়ের করেন। আগামী রোববার এর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সংবিধানের বিতর্কিত এই অনুচ্ছেদ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন মহল থেকে যখন দাবি জোরালো হচ্ছে এর মধ্যে এই রিট দায়ের এই দাবিকে আরও জোরালো করবে বলেও জানান এই আইনজীবী।

তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় কোন সিদ্ধান্ত কোন সংসদ সদস্যের কাছে যৌক্তিক মনে না হলেও তিনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। দলের বিরুদ্ধে গেলে তারা সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়।’

গণতন্ত্রের সাথে ৭০ অনুচ্ছেদ সাংঘর্ষিক বলে এর আগে সুপ্রিম কোর্টের রায়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা পর্যবেক্ষণ দিয়েছেন বলেও এই রিটে উল্লেখ করেছেন আইনজীবী। তিনি জানান, ২০১৭ সালে এ বিষয়ে একটি রিট তিনি দায়ের করলেও তখন ৩ বিচারপতির বিভক্ত আদেশে তা খারিজ করে দেয়া হয়। এখন নতুন যুক্তি নিয়ে আবার রিটটি দায়ের করেছেন।