ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বুশরা বিবি ৯ মাস পর কারামুক্ত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামিন পেয়েছিলেন গতকাল বুধবারই। তখনই জানা যায়, কারাগার থেকে মুক্তি মিলছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির। আজ বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় ৯ মাস পর মুক্তি মিলল বুশরা বিবির।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুশরা বিবির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মাইক্রোব্লগিং সাইট এক্সে এ তথ্য নিশ্চিত করে দলটি। তাঁর এই মুক্তি ইমরান খান ও তাঁর পরিবারের জন্য একটি স্বস্তির ব্যাপার।

এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। সেই রায়ের ভিত্তিতে আজ বৃহস্পতিবার একটি বিশেষ আদালত তাঁর মুক্তির নির্দেশ দেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে ইসলামাবাদের দুর্নীতিসংক্রান্ত একটি আদালত তোশাখানা মামলায় গত ৩১ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ড দেন। তখন একই মামলায় ইমরান খানকেও একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই দিন বুশরা বিবিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। একই কারাগারে গত বছরের ৫ আগস্ট থেকে আটক রয়েছেন ইমরান খান। তাঁকেও তোশাখানা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

গত ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই তোশাখানা মামলায় গ্রেপ্তার করা হয়। একই দিন ইদ্দত বা ইসলামি বিধিবহির্ভূত বিবাহের মামলায় তাঁদের খালাস দেওয়া হয়।

ইমরান ও বুশরার বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। এতে বলা হয়, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশের নেতাদের থেকে এসব উপহার পেয়েছিলেন, কিন্তু তা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

বুশরা বিবি ৯ মাস পর কারামুক্ত

আপডেট সময় : ১০:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জামিন পেয়েছিলেন গতকাল বুধবারই। তখনই জানা যায়, কারাগার থেকে মুক্তি মিলছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির। আজ বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় ৯ মাস পর মুক্তি মিলল বুশরা বিবির।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুশরা বিবির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মাইক্রোব্লগিং সাইট এক্সে এ তথ্য নিশ্চিত করে দলটি। তাঁর এই মুক্তি ইমরান খান ও তাঁর পরিবারের জন্য একটি স্বস্তির ব্যাপার।

এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। সেই রায়ের ভিত্তিতে আজ বৃহস্পতিবার একটি বিশেষ আদালত তাঁর মুক্তির নির্দেশ দেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে ইসলামাবাদের দুর্নীতিসংক্রান্ত একটি আদালত তোশাখানা মামলায় গত ৩১ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ড দেন। তখন একই মামলায় ইমরান খানকেও একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই দিন বুশরা বিবিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। একই কারাগারে গত বছরের ৫ আগস্ট থেকে আটক রয়েছেন ইমরান খান। তাঁকেও তোশাখানা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

গত ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই তোশাখানা মামলায় গ্রেপ্তার করা হয়। একই দিন ইদ্দত বা ইসলামি বিধিবহির্ভূত বিবাহের মামলায় তাঁদের খালাস দেওয়া হয়।

ইমরান ও বুশরার বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। এতে বলা হয়, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশের নেতাদের থেকে এসব উপহার পেয়েছিলেন, কিন্তু তা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে দিয়েছিলেন।