রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান
- আপডেট সময় : ০৬:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। দোহার থানার বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, আশুলিয়া থানার হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাচ্ছের খাঁন জ্যোতি ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আরাফাহ হোসেনকে রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। পরে তাদেরকেও আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিকে মঙ্গলবার (২২ অক্টোবর) সালমান এফ রহমানের সম্পদ ও অর্থের খোঁজে ৬৩টি ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। এছাড়াও ১৬ অক্টোবর নতুন মামলায় গ্রেফতার মামলা গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসানকে।