হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বিমান হামলায় নিহত, ইসরায়েলের এমন দাবির পর প্রথম বিবৃতিতে সব মুসলমানকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ।
তিনি সব মুসলমানকে লেবাননের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর এবং 'দখলদার ও নিপীড়নের শাসন মোকাবিলায়' তাদের সমর্থন করার আহ্বান জানান।
এর পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কড়া সতর্কবার্তা দিলেন দেশটির একজন কারাবন্দি অ্যাক্টিভিস্ট। খোলা এক চিঠিতে তিনি বলেছেন, হামাস ও হিজবুল্লাহর নেতাদের মতো খামেনিও হত্যাকাণ্ডের শিকার হবেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
এদিকে রয়টার্স জানিয়েছে ইতোমধ্যেই খামেনিকে বর্তমানে ইরানের ভেতর একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে । এই কারাবন্দী কারাবন্দি অ্যাক্টিভিস্টের নাম আব্বাস ওয়াহেদিয়ান শাহরুদি। তিনি একজন শিক্ষাবিদ। এখন মাশাদ শহরের ভাকিলাবাদ কারাগারে রয়েছেন।
জেল থেকে লেখা এক চিঠিতে সতর্কবার্তা হিসেবে শাহরুদি বলেছেন, ইতিহাসের পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি শুধু আপনার কাছের বন্ধু ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের দিকে তাকান। আপনার (খামেনি) নেতৃত্ব শুধু ইরানের অভ্যন্তরীণ ক্ষতিই করেনি বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায়ও অবদান রেখেছে।
শাহরুদি ইরানের রক্ষণশীলতাকে এজন্য দায়ী করেছেন। তবে ইসরায়েলকেও এসব হামলা থামাতে বলেছেন।