ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকার রায়কে ভুল ব্যাখ্যা করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, সেটি আদালতের রায় ও পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল, আওয়ামী লীগ সরকার রায়কে ভুল ব্যাখ্যা করেছে।’

এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি-জামায়াতসহ তিনটি রিভিউ আবেদনের শুনানির দিন ১৭ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আইনজীবীরা বলেন, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে স্পষ্ট ধারণার জন্য সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকার রায়কে ভুল ব্যাখ্যা করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, সেটি আদালতের রায় ও পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল, আওয়ামী লীগ সরকার রায়কে ভুল ব্যাখ্যা করেছে।’

এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি-জামায়াতসহ তিনটি রিভিউ আবেদনের শুনানির দিন ১৭ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আইনজীবীরা বলেন, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে স্পষ্ট ধারণার জন্য সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।