ঘূর্ণিঝড় 'দানা'র কারণে দেশের উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী প্রস্তুত রয়েছে। প্রাথমিকভাবে জরুরি উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নিতে ১৫টি জাহাজ, ২টি এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট), এবং ২টি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া/আয়শাবাগ, ঢাকা টু রাঙ্গাবালী, ঢাকা টু চরমোন্তাজ, এবং ঢাকা টু খেপুপাড়া নৌরুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সরকারের নির্দেশনায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার মানুষকে দ্রুত ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।