আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির নির্বাচন। এতে ২১ পদের জন্য লড়াই করবে ৪৬ জন প্রার্থী।
এর মধ্য দিয়ে আগামী চার বছরের জন্য নতুন সভাপতি পাবে দেশের ফুটবল অঙ্গণ। আর বাফুফেতে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের অধ্যায়ও শেষ হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। বিভিন্ন পদে এবার পুরাতনদের সাথে লড়াইয়ে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।
শেখ হাসিনার সরকার পতনের পর কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আল্টিমেটাম দেয় সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা। এরপর আর নির্বাচন না করার ঘোষণা দেন সালাউদ্দিন। ২০০৮ সালের ২৮শে এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন কাজী সালাউদ্দিন।