ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার এ রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ তাকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকির হোসেনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম–৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের দুর্নীতি নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট, চাতাল ও বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায় বিনিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁর নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার এ রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ তাকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকির হোসেনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম–৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের দুর্নীতি নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট, চাতাল ও বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায় বিনিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁর নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন।