ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইনারিতুর সিনেমায় টম ক্রুজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ‌‘টপ গান’খ্যাত জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। আর তার পরিচালনায় থাকছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। যিনি কিনা ‘দ্য রেভেন্যান্ট’, ‘বার্ডম্যান’, ‘বাবেল’, ‘টুয়েন্টিওয়ান গ্রামস’, ‌‘আমোরেস পেররোস’ প্রভৃতি সিনেমা দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় ছুঁয়েছেন।

টম ক্রুজকে নিয়ে ইনারিতুর এই নতুন ছবিটি নির্মিত হচ্ছে ওয়ার্নার ব্রোস ও লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের ব্যানারে। যদিও নামটি এখনও চূড়ান্ত হয়নি। খবর ভ্যারাইটির।

এদিকে, নিশ্চিত হয়নি শুটিংয়ের দিন-তারিখও! তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, আগামী নভেম্বরে যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন অভিনেতা।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা নির্মিত হবে ইংরেজি ভাষায়। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন ইনারিতু নিজেই। তাঁর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন ‘বার্ডম্যান’র সহ-লেখক নিকোলাস গিয়াকোবোন ও আলেকজান্ডার ডিনেলারিস। এই টিমে আরও রয়েছেন মেক্সিকান লেখক-সাংবাদিক সাবিনা বারম্যান। তবে গল্পের পটভূমি সম্পর্কে বিস্তারিত এখনও আড়ালেই রয়েছে।

সিনেমাটিতে টম ক্রুজের সহশিল্পী হিসেবে রয়েছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড প্রমুখ।

জানুয়ারিতে ওয়ার্নার ব্রোস ডিসকোভারির সঙ্গে থিয়েট্রিক্যাল সিনেমা তৈরি ও প্রযোজনা চুক্তির পর এটি হতে যাচ্ছে টম ক্রুজের প্রথম চলচ্চিত্র। এর আগে স্টুডিওটির সঙ্গে তাঁর শেষ কাজ ছিল ‘এজ অব টুমরো’।

সর্বশেষ ক্রুজকে দেখা গেছে ‘টপ গান: ম্যাভরিক’ ও ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’ ছবি দুটিতে। অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‌‌‘মিশন: ইম্পসিবল ৮’। এ ছাড়া তাঁকে ইউনিভার্সেল স্টুডিওজ থেকে প্রযোজিত ডগ লিম্যান পরিচালিত একটি অ্যাকশননির্ভর সিনেমাতেও দেখা যাবে। যেখানে প্রথম কোনো বেসামরিক নাগরিক হিসেবে মহাকাশে পদচারণা করবেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

ইনারিতুর সিনেমায় টম ক্রুজ

আপডেট সময় : ০১:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ‌‘টপ গান’খ্যাত জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। আর তার পরিচালনায় থাকছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। যিনি কিনা ‘দ্য রেভেন্যান্ট’, ‘বার্ডম্যান’, ‘বাবেল’, ‘টুয়েন্টিওয়ান গ্রামস’, ‌‘আমোরেস পেররোস’ প্রভৃতি সিনেমা দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় ছুঁয়েছেন।

টম ক্রুজকে নিয়ে ইনারিতুর এই নতুন ছবিটি নির্মিত হচ্ছে ওয়ার্নার ব্রোস ও লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের ব্যানারে। যদিও নামটি এখনও চূড়ান্ত হয়নি। খবর ভ্যারাইটির।

এদিকে, নিশ্চিত হয়নি শুটিংয়ের দিন-তারিখও! তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, আগামী নভেম্বরে যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন অভিনেতা।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা নির্মিত হবে ইংরেজি ভাষায়। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন ইনারিতু নিজেই। তাঁর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন ‘বার্ডম্যান’র সহ-লেখক নিকোলাস গিয়াকোবোন ও আলেকজান্ডার ডিনেলারিস। এই টিমে আরও রয়েছেন মেক্সিকান লেখক-সাংবাদিক সাবিনা বারম্যান। তবে গল্পের পটভূমি সম্পর্কে বিস্তারিত এখনও আড়ালেই রয়েছে।

সিনেমাটিতে টম ক্রুজের সহশিল্পী হিসেবে রয়েছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড প্রমুখ।

জানুয়ারিতে ওয়ার্নার ব্রোস ডিসকোভারির সঙ্গে থিয়েট্রিক্যাল সিনেমা তৈরি ও প্রযোজনা চুক্তির পর এটি হতে যাচ্ছে টম ক্রুজের প্রথম চলচ্চিত্র। এর আগে স্টুডিওটির সঙ্গে তাঁর শেষ কাজ ছিল ‘এজ অব টুমরো’।

সর্বশেষ ক্রুজকে দেখা গেছে ‘টপ গান: ম্যাভরিক’ ও ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’ ছবি দুটিতে। অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‌‌‘মিশন: ইম্পসিবল ৮’। এ ছাড়া তাঁকে ইউনিভার্সেল স্টুডিওজ থেকে প্রযোজিত ডগ লিম্যান পরিচালিত একটি অ্যাকশননির্ভর সিনেমাতেও দেখা যাবে। যেখানে প্রথম কোনো বেসামরিক নাগরিক হিসেবে মহাকাশে পদচারণা করবেন এই অভিনেতা।