ইরানে ইসরায়েলি হামলা, নিন্দা জানিয়েছে সৌদি আরব
- আপডেট সময় : ০১:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার রাতে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে ছিলেন।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একাধিক আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রও এই হামলার খবর নিশ্চিত করেছে।
এদিকে ইসরায়েলের ইরানে সাম্প্রতিক হামলাকে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং সংঘর্ষের বিস্তার, এ অঞ্চলের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ, এটি মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে আরও বলা হয়, রিয়াদ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং সংঘাত প্রশমনের তাগিদ দিচ্ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে ক্রমাগত সামরিক সংঘাত চলতে থাকলে এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সূত্র- আল জাজিরা।