চিরকৃতজ্ঞ মেহজাবীন
- আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। এই অভিনেত্রীর ‘সাবা’ সিনেমা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পায়। ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিদেশ ঘুরে এসে ‘সাবা’ সিনেমাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি এক গণমাধ্যমে ‘সাবা’ কথা বলেন মেহজাবীন। ভক্ত-অনুরাগীরাই তাকে ‘সাবা’ হয়ে উঠতে সাহায্য করেছে। ভক্ত-অনুরাগীদের প্রতি এবার চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মেহজাবীন চৌধুরী বলেন, প্রথম ছবি, সেটা নিয়ে এ রকম আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়া, আশপাশে এত বড় বড় তারকা, তাঁদের ছবি দেখা। সেখানে একমাত্র বাংলাদেশি ছবি নিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি, এটা বেশ ভালো লাগার।
অভিনেত্রী বলেন, টরন্টোতে ‘সাবা’র প্রদর্শনী হাউসফুল ছিল। কিন্তু আনফরচুনেটলি বুসানে মাত্র দুজন বাংলাদেশি দর্শক পেয়েছি, অন্য সবাই ভিনদেশি। দুটি শোতে উপস্থিত ছিলাম, দুটিই হাউসফুল। হয়তো ফেসবুকে সেভাবে প্রচারণা করিনি বলে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা জানতে পারেনি। তা ছাড়া একটু তাড়াহুড়ার মধ্যেই আসলে বুসান গিয়েছিলাম। দর্শক ছবিটি বাংলা ভাষায়ই দেখেছে সাবটাইটেল দিয়ে। এ কারণে চিন্তা ছিল, ছবিতে আমরা যা বলছি, ট্রান্সলেশনের মাধ্যমে তা ঠিকঠাক বুঝতে পারে কি না। তবে দারুণ ব্যাপার হলো, টরন্টো ও বুসান দুই উৎসবেই দর্শকের এনগেজমেন্ট টের পেয়েছি। হাসির মুহূর্তে দর্শক হেসেছে, দুঃখের দৃশ্যে সেই প্রতিক্রিয়াও দেখেছি। এখান থেকে উপলব্ধি করলাম, চলচ্চিত্রের কোনো ভাষাগত সীমাবদ্ধতা নেই। আর্ট ডাজন’ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ।
তিনি বলেন, এখন আমরা সবাই অনেক বেশি অস্থির। কোনো কনটেন্টের দৈর্ঘ্য যদি একটু বেশি হয়, অস্থিরতার কারণে বলে ফেলি, আরো ছোট করে বানাতে পারত। এ জিনিসটা টরন্টো বা বুসানে দেখিনি। ‘সাবা’র বাইরে আমি কিছু ছবি দেখেছি, যেগুলো বেশ ধীরগতির। কিন্তু এ নিয়ে দর্শকের মধ্যে কোনো অস্থিরতা নেই। আমি দর্শকের সঙ্গে কথা বলেছি। তারা বলে, ‘কারো শিল্পকে সময়ের দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করা যায় না।’
এদিকে ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছেন মেহজাবীন। ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে নিজের নাম লিখিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। একমাত্র ভক্তদের ভালোবাসায় সেটা সম্ভব হয়েছেন বলে মনে করেন তিনি।
অভিনেত্রী আরও বলেন, ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই বিশাল ব্যাপার। এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা।
মেহজাবীন চৌধুরী অভিনীত আগামী সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তির ঘোষণা খুব শিগগির আসবে বলে জানিয়েছন অভিনেত্রী।