ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বকেয়া বেতনের দাবিতে সিলেটের ১৮টি চা বাগানে ধর্মঘটে শ্রমিকরা

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বকেয়া বেতনের দাবিতে সরকারি ন্যাশনাল টি কোম্পানির ১৮টি চা বাগানের শ্রমিকরা ছয়দিন ধরে কর্মবিরতি পালন করছে। টানা ধর্মঘটে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার কাঁচা পাতা। বাগান কর্তৃপক্ষ দ্রুত বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। তবে বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়েছে শ্রমিকরা।

সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা টানা ৬ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না। তুলতে পারছেন না ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ড এর টাকা। এ কারণে গত ২১শে অক্টোবর থেকে ধর্মঘট শুরু করেন তারা। তাতে বন্ধ হয়ে যায় কারখানাগুলোর উৎপাদন। সিলেট বিভাগের ন্যাশনাল টি কোম্পানির ১৮টি বাগানে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার কাঁচা চা পাতা।

শ্রমিকরা বলছেন, মজুরি না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।

দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। অন্যথায় রোববার থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান তারা।

সদ্য দায়িত্ব পাওয়া ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান জানালেন, দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এ সংকটের সৃষ্টি হয়েছে।

চা বাগানের শ্রমিকরা এক সপ্তাহ পর পর মজুরি ও ভাতা পান।

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতনের দাবিতে সিলেটের ১৮টি চা বাগানে ধর্মঘটে শ্রমিকরা

আপডেট সময় : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে সরকারি ন্যাশনাল টি কোম্পানির ১৮টি চা বাগানের শ্রমিকরা ছয়দিন ধরে কর্মবিরতি পালন করছে। টানা ধর্মঘটে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার কাঁচা পাতা। বাগান কর্তৃপক্ষ দ্রুত বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। তবে বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়েছে শ্রমিকরা।

সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা টানা ৬ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না। তুলতে পারছেন না ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ড এর টাকা। এ কারণে গত ২১শে অক্টোবর থেকে ধর্মঘট শুরু করেন তারা। তাতে বন্ধ হয়ে যায় কারখানাগুলোর উৎপাদন। সিলেট বিভাগের ন্যাশনাল টি কোম্পানির ১৮টি বাগানে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার কাঁচা চা পাতা।

শ্রমিকরা বলছেন, মজুরি না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।

দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। অন্যথায় রোববার থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান তারা।

সদ্য দায়িত্ব পাওয়া ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান জানালেন, দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এ সংকটের সৃষ্টি হয়েছে।

চা বাগানের শ্রমিকরা এক সপ্তাহ পর পর মজুরি ও ভাতা পান।