টানা দুই হ্যাটট্রিকের পর মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফেও লিওনেল মেসিকে নিয়ে প্রত্যাশা ছিল সবার। তিন ম্যাচের প্লে অফ সিরিজের প্রথমটিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে মেসি পূরণ করতে না পারলে সাবেক দুই বার্সেলোনা তারকা ঠিকই চমকে দিয়েছেন ভক্তদের। বলছি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার কথা। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করেছেন দুজনই। দুই অভিজ্ঞ তারকার গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়ে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে মেজর লিগ সকার ইস্টার্ন কনফারেন্স কোয়ার্টার-ফাইনাল প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই প্লে অফ সিরিজে অভিষেক হয় লিওনেল মেসির।
বড় তারকার অভিষেক দিনে গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। ভরা গ্যালারির দর্শকদের ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই উচ্ছ্বাসের মুহূর্ত এনে দেন সুয়ারেজ। জর্দি আলবা প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল বাড়িয়ে দেন সুয়ারেজের দিকে। সুযোগ হাতছাড়া করেননি উরুগুয়ে তারকা। গড়ানো শটে বল ঠিকানায় পাঠিয়ে মায়ামিকে এগিয়ে নেন তিনি।
এরপর অবশ্য সেই আনন্দ মাটি করে ৩৯তম মিনিটে সমতায় ফেরে আটালান্টা। এরপরও মায়ামিকে থামাতে পারেনি তারা। এবার আলবাই গোল করে দলকে এনে দেন স্বস্তির জয়।
ম্যাচের ৬০তম মিনিটে ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শট নেন আলবা। প্রতিপক্ষের গোলকিপার গুজ্যান ডাইভ দিয়েও নাগাল পাননি। বল চলে যায় ঠিকানায়। আর মায়ামি জিতে যায় ২-১ ব্যবধানে। এই জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিওনেল মেসির দল।