জনগণ অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ চায়: অলি আহমেদ
- আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি প্রত্যেকটি কাজে বাধা দিচ্ছে মন্তব্য করে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘রাষ্ট্রপতি গায়ের জোরে বসে আছে। প্রত্যেকটি কাজে বাধা দিচ্ছে। জনগণ অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ চায়। তাকে সরাতে হবে।’
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রমনা এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশদ্রোহিতার অভিযোগে আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। দলটির নেতাদের বক্তব্য যেসব মিডিয়া প্রচার করবে, তাদের তালিকা তৈরি করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে কেন? তবে প্রয়োজনীয় সংস্কারের পরই একটা নির্বাচন দিতে হবে। কারণ, সংস্কার না হলে সব রাজনৈতিক দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। সংস্কারে অন্তর্বর্তী সরকার অনেকটাই ধীরগতি। তাই কাজে গতি আনার আহ্বান জানিয়েছেন অলি আহমদ।
তিনি বলেন, ‘বিএনপি ও ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় সরকার গঠন করতে হবে।’
অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিব পাকিস্তানের কাছে আত্মসমর্থন করেছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে।’
কর্নেল অলি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে চব্বিশের গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এলডিপি সভাপতি।
আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।