ইরানের পাশাপাশি নিজেদের অন্যতম প্রতিবেশী সিরিয়াতেও হামলা করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দিকে সিরিয়ার কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটির বেশকিছু সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোরে সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েল ওই বিমান হামলা চালায় বলে রয়টার্সের প্রতিবেদেন জানানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বিষয়টি নিশ্চিত করেছে।
হামলায় সিরিয়ায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য অবশ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সিরিয়র প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা সানা নিউজকে বলেছেন, শুক্রবার রাত ২ টার পর থেকে সিরিয়াকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইডিএফ। তবে এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ইনসেপ্টরের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র।
এর আগে রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছে সানা। তবে হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত বৃহস্পতিবারও সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হন।
ইসরায়েল বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার হয়েছে।
এদিকে, ইসরায়েল শুক্রবার ইরানে ব্যাপক হামলা শুরু করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।