ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আনিসুল-দীপুমনিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি সহ ১৪ জনকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার, ২৭ অক্টোবর, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ জারি করেন।

গত ১৭ অক্টোবর একই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গ্রেপ্তারি পরোয়ানার আওতায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মন্ত্রী পরিষদের সদস্য আ ক ম মোজাম্মেল হক, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, সাবেক ডিএমপি কর্মকর্তা হাবিবুর রহমান, বিচারপতি মানিক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল। প্রসিকিউশন টিম তদন্তের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করেনি।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।

নিউজটি শেয়ার করুন

আনিসুল-দীপুমনিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি সহ ১৪ জনকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার, ২৭ অক্টোবর, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ জারি করেন।

গত ১৭ অক্টোবর একই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গ্রেপ্তারি পরোয়ানার আওতায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মন্ত্রী পরিষদের সদস্য আ ক ম মোজাম্মেল হক, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, সাবেক ডিএমপি কর্মকর্তা হাবিবুর রহমান, বিচারপতি মানিক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল। প্রসিকিউশন টিম তদন্তের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করেনি।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।