ইসরাইলের বিমান হামলায় আরও দুই সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান। শুক্রবার রাতে ইরানে চালানো ইসরাইলের ‘প্রতিশোধমূলক’ হামলায় মোট ৪ সেনা নিহতের খবর পাওয়া গেল।
ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরানে চালানো ইসরাইলি হামলায় চারজন সেনা নিহত হয়েছে।
শনিবার ভোরে ইরানের তিনটি প্রদেশের সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এদিন সকালে প্রথমে এক মেজরসহ দুই সেনা কর্মকর্তার মৃত্যুর তথ্য জানিয়েছিল ইরান। এরপর দিনের শেষ দিকে আরও দুই সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটি।
হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পহেলা অক্টোবর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তাদের নিজেদের রক্ষার অধিকার রয়েছে।
আর ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেল আবিবের হামলায় কেবল ইরানের কয়েকটি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কারণে কিছু জায়গায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর ও মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।