মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য জাকাতেকাসে শনিবার (২৬শে অক্টোবর) ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে যাত্রীবহনকারী বাসের সঙ্গে একটি ভুট্টা বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল শুরুতে নিহতের সংখ্যা ২৪ জন বলে জানান। তবে পরবর্তী সময়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিহত ১৯ জন বলে নিশ্চিত করেছেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করতে তদন্ত শুরু করা হয়েছে। গিরিখাদে পড়ে যাওয়া বাস ও মৃতদেহ উদ্ধারে নিরাপত্তা রক্ষী ও উদ্ধারকারীরা কাজ করছেন।