‘রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক সমঝোতার চেষ্টায় সরকার’
- আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তবে সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। এসময় তিনি রাষ্ট্রপতির কাছে উপদেষ্টাদের শপথ নিয়ে প্রশ্ন না তোলার আহ্বান জানান।
রোববার (২৭ অক্টোবর) পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির অপসারণ হবে কিভাবে এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বিএনপি রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছে। আবার কোন কোন নেতা অপসারণের সঙ্গে একমত আছেন। রাজনৈতিক ঐক্যমত গড়ার চেষ্টা করবো আমরা। গোপনে সিদ্ধান্ত নেয়ার সুযোগে নেই। তাড়াহুড়ারও সুযোগ নেই। তবে বিষয়টি ঝুলিয়ে রাখা যাবে না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়নি। রাজনৈতিক ঐক্য মতের ভিত্তিতে রাষ্ট্রপতির অপসারণ হতে পারে।
তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে। পাট পণ্য উৎপাদকরা এমন দাম ধরেন এর ফলে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয় মানুষ। শুধু বাজারে পলিথিন শপিং বন্ধ হবে। সব পলিথিন নয়। পাটের বা চটের ব্যাগ বিক্রির সময় ক্রেতাদের বলে দিতে হবে ব্যাগটি কিনে সংরক্ষণ করার জন্য।