গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৫
- আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়াতের ছয়টি ভবনে বোমাবর্ষণ চালিয়েছে। এতে ৪৫ জন নিহত হয়েছে। গাজায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৪২ হাজার ৯শ’।
ইসরাইলি যুদ্ধবিমান প্রথমে বেইত লাহিয়ার পাঁচটি বাড়িতে বোমাবর্ষণ চালায়। এতে ৩৫ জন নিহত হয়। এর কয়েক ঘণ্টা পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া আরও একটি ভবনে হামলা চালায় ইসারাইল। এ সময় আরও ১০ জন নিহত হয়।
উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বন্ধ রয়েছে হাসপাতালটির চিকিৎসা সেবা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরাইল অভিযান চালিয়ে ৪৪ হাসপাতাল কর্মীকে আটক করেছে। এটি ছিলো উত্তর গাজার একমাত্র সচল হাসপাতাল।
এদিকে, মধ্য গাজার নুসিরাত ও বুরেজ শরণার্থী শিবিরেও বোমা হামলাা চালিয়েছে ইসারাইল। এসব হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন।
এছাড়াও, গাজা শহরের সালাহ আল দিন স্কুলে ইসরাইলের হামলায় একজন নিহত হয়েছে।