বাফুফের নির্বাচনে সদস্য পদে জয় পেলেন যারা
- আপডেট সময় : ১২:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন সর্বোচ্চ ৯৮ ভোট পেয়ে এক নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে পরাজিত হলেও এবার তিনি নিজের শক্ত অবস্থান সুদৃঢ় করেছেন। ফুটবলারদের মধ্যে আরও সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম গাউস, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন, বিজন বড়ুয়া ও জাকির হোসেন চৌধুরী।
সহসভাপতি পদে পরাজিত আমিরুল ইসলাম বাবু এবার দ্বিতীয় স্থান দখল করেছেন, পেয়েছেন ৯৬ ভোট। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে গোলাম গাউস তৃতীয় হয়েছেন ৯২ ভোট পেয়ে। ২০২০ সালে প্রথম হওয়া জাকির হোসেন চৌধুরি এবার ৮২ ভোট নিয়ে সপ্তম হয়েছেন। সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন ও বিজন বড়ুয়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, যথাক্রমে ৭২, ৬৭ এবং ৬২ ভোট পেয়ে।
নারী উইংয়ের প্রধান এবং বিতর্কিত ফুটবল কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণও পুনঃনির্বাচিত হয়েছেন। ফিফা ও বাফুফের নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা প্রার্থী হলেও নির্বাচনে জয় লাভ করতে পারেননি।
পুনরায় নির্বাচিত হয়েছেন টিপু সুলতান, মাহিউদ্দিন সেলিম এবং ইমতিয়াজ আহমেদ সবুজ। নতুন মুখ হিসেবে মন্জুরুল করিম সদস্য পদে জায়গা পেয়েছেন। কামরুল হাসান হিল্টন এবং সাখওয়াত হোসেন ভূইয়া শাহীনও সদস্য পদে জয়ী হয়েছেন। চূড়ান্ত ফলাফলে, সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গার এখলাস উদ্দিন সমান ৬১ ভোট পেয়ে টাই হয়েছেন, যা পুনরায় ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বাফুফে নির্বাচনে বিজয়ীদের তালিকা
১. ইকবাল হোসেন (৯৮)
২. আমিরুল ইসলাম বাবু (৯৬)
৩. গোলাম গাউস (৯২)
৪. মাহিউদ্দিন সেলিম (৮৮)
৫. টিপু সুলতান (৮৭)
৬. মঞ্জুরুল করিম (৮৬)
৭. জাকির হোসেন চৌধুরি (৮২)
৮. মাহফুজা আক্তার কিরণ (৮১)
৯. কামরুল হাসান হিল্টন (৮০)
১০. সত্যজিত দাশ রুপু (৭৬)
১১. ইমতিয়াজ আহমেদ সবুজ (৭২)
১২. ছাইদ হাসান কানন (৬৭)
১৩. সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন (৬৬)
১৪. বিজন বড়ুয়া (৬২)
এই নির্বাচনের ফলাফল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক উদ্যোগে নতুন উদ্যম যোগাবে বলে মনে করা হচ্ছে।