গাজায় নিহত আরও ৫৩, লেবাননে ২১
- আপডেট সময় : ০২:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের হামলায় গাজায় আরও ৫৩ এবং লেবাননে ২১ জন নিহত হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজায় আরও ৫৩ জন এবং লেবাননে ২১ জনকে হত্যা করেছে। রোববার গাজাজুড়ে হওয়া ইসরাইলি হামলায় ৫৩ জন নিহত হন। মৃত এসব ফিলিস্তিনির মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছে উপত্যকাটির উত্তরাঞ্চলে। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়ে গেছে।
এছাড়া গাজার আবাসিক এলাকায় বোমা হামলা এবং গণগ্রেপ্তারের মাধ্যমে চলমান হামলা ও অবরোধ আরও জোরদার করেছে ইসরাইল। গত চার সপ্তাহ ধরে উত্তর গাজায় ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
এদিকে, লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরাইল। রোববার লেবাননজুড়ে ইসরাইলি হামলায় আরও ২১ জন নিহত হয়েছেন।
মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।