নতুন অধিনায়ক ঘোষণার পরই বিদায় নিলেন নিয়োগ পাওয়া কোচ
- আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
গতকালই ওয়ানডে ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনুমিত ভাবেই মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিয়েছে পিসিবি। এদিকে সাদা বলের নতুন অধিনায়ক নিয়োগ দিয়েও সারতে পারল না বোর্ড, এখন নতুন কোচ খুঁজতে নামতে হচ্ছে তাদের।
পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন বিদায় নিচ্ছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ আজই পদত্যাগ করেছেন। গত এপ্রিলেও দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন কারস্টেন। কিন্তু ছয় মাস না যেতেই সরে দাঁড়ালেন তিনি। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে সফর শুরুর আর মাত্র এক সপ্তাহও বাকি নেই। ক্রিকইনফো বলছে, খুব দ্রুত এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি চলে আসবে।
বলা হচ্ছে, দল নির্বাচনের ক্ষমতা কেড়ে নেওয়ায় কারস্টেন ও লাল বলের কোচ জ্যাসন গিলেস্পির সঙ্গে বোর্ডের দূরত্ব সৃষ্টি হয়েছ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের মাঝপথেই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গিলেস্পি, ‘আমি তো এ জন্য চুক্তি করিনি।’
কারস্টেন প্রকাশ্যে এমন কিছু বলেননি। জানা গেছে, দুই সফরের দল ও অধিনায়ক ঘোষণায় এত দেরি করার পেছনে কারস্টেনের সঙ্গে বোর্ডের মতানৈক্যের ভূমিকা ছিল। নতুন অধিনায়ক ঘোষণার সময় কারস্টেন পাকিস্তানেই ছিলেন না।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হারের পর নতুন এক নির্বাচক কমিটি দেওয়া হয়েছে। সে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে দুই কোচ ও অধিনায়ককে। সব ক্ষমতা নাকি আকিব জাভেদকে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক রিজওয়ান টেস্ট চলাকালে এক পর্যায়ে বলেছিলেন, পাকিস্তান এখন ‘আকিব-বল’ খেলছে।
কারস্টেনের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। কিন্তু মজার ব্যাপার, কারস্টেন দায়িত্ব পাওয়ার পর প্রায় ছয় মাস হয়ে গেলেও এখনো তাঁর অধীনে কোনো ওয়ানডে খেলেনি। অথচ এই ফরম্যাটেই কোচ হিসেবে তাঁর সেরা অর্জন। অথচ কারস্টেনকে নিয়োগ দেওয়ার জন্য তিন মাস ধরে চেষ্টা চালিয়েছিল পিসিবি।
এর মানে দাঁড়াচ্ছে, ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফির কথা চিন্তা করে যাকে এত কষ্ট করে কোচ বানিয়েছিল বোর্ড, তাঁর অধীনে কোনো ম্যাচ খেলার আগেই কারস্টেনকে হারাচ্ছে পাকিস্তান। এখন অস্ট্রেলিয়া সফর ও জিম্বাবুয়ে সফরের জন্য কোচ হিসেবে কাকে পাবেন রিজওয়ানরা, সেটাই দেখার। শোনা যাচ্ছে, আপাতত লাল বলের কোচ গিলেস্পিকেই সে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আকিব জাভেদ নিজেও এই পদ পেতে যান বলে শোনা যাচ্ছে। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে পাকিস্তানের।